Durnitibarta.com
ঢাকাবুধবার , ১২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ১ ঘন্টার উপজেলা চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী সৃষ্টি রানী

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১২, ২০২২ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফারুক মিয়া (জামালপুর) দেওয়ানগঞ্জ থেকে :

জামালপুর সদর উপজেলা পরিষদে ১ ঘন্টার জন্য প্রতীকি উপজেলা চেয়ারম্যান হলেন সৃষ্টি রানী দে নামে এক স্কুল ছাত্রী। উপজেলাকে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকি দায়িত্ব পাওয়া ওই উপজেলা চেয়ারম্যান।

বুধবার সকাল ১১ টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের কাছ থেকে ১ ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন ঐ স্কুল ছাত্রী।

জানা গেছে, প্রতীকি চেয়ারম্যান হওয়া স্কুল ছাত্রী সৃষ্টি রানী দে শহরের জয়ন্তী প্রি- ক্যাডেট এন্ড হাই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্রী এবং সে ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) জেলা শাখার শিশু গবেষক।

কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারী সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ), অপরাজেয় বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশের উদ্যোগ এ কার্যক্রম শুরু হয়।

পরে প্রতীকি উপজেলা চেয়ারম্যান কাছে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতা রোধে আলোচনা করা হয়।

প্রতীকি দায়িত্ব পাওয়া চেয়ারম্যান ওই স্কুল ছাত্রীর সুপারিশ সমূহ আমলে নেয়ার আশ্বাস দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন বলেন, নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা পরিষদ ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং স্কুল ছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তববায়ন করার চেষ্টা করবো।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার মুশফিকুর রায়হান ও ফাহমিদা সুলতানা অশিন।