আসিফ খন্দকার, (জামালপুর) বকশিগঞ্জ:
আগামী ১৭ অক্টোবর আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে পুরোদমে। জামালপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী শীলা সারোয়ার তার বৃহত্তর নির্বাচনী এলাকাকে নিজের অনুকূলে আনার লক্ষ্যে এখন থেকে প্রচার-প্রচারণায় নেমেছে পুরোদমে।
জানা যায়, জামালপুর জেলা পরিষদ নির্বাচনে ১নং সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী শীলা সারোয়ারের হরিণ প্রতীকের নির্বাচনী প্রচার – প্রচারণার আজ বকশীগঞ্জ পৌরসভা, সাধুর পাড়া ইউনিয়ন পরিষদ , নীলক্ষিয়া ইউনিয়ন পরিষদ ,মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সাক্ষাৎ করেন শীলা সারোয়ার ।
জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শিলা সারোয়ার সম্প্রতি তার নির্বাচনী এলাকা বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ ইসলামপুর আংশিক নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণায় দিনরাত , ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের পূর্ব মুহুর্তে প্রচার প্রচারণা আর জনগণের মাঝে পরিচিতি লাভ করার জন্য ব্যাপক ভাবে গনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি।
এ বিষয়ে জেলা পরিষদ নির্বাচনে মহিলা সদস্য পদপ্রার্থী শিলা সারোয়ারের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। আমি আমার নির্বাচনী এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে পরিণত করা, আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে, সকলেই আমাকে হরিণ প্রতিকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। আমি সকলের কাছে দোয়া প্রত্যাশী।