Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সিসি ক্যামেরার আওতায় ঈশ্বরগঞ্জের মাইজবাগ বাজার

প্রতিবেদক
Mym Office
সেপ্টেম্বর ২৩, ২০২২ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিনঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ বাজারে নিরাপত্তা জোরদার করার লক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাইজবাগ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিসি ক্যামেরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দেশের সকল মানুষ এখন নিরাপদ। যতদিন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন দেশের জনগণ তাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।

জানা যায়, সারা বাজারে আপাতত ৩২ টি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। আজ ৪টি ক্যামেরা দিয়ে উদ্বোধন করা হয়। মাইজবাগ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ্য থেকেই মনিটরিং করা হবে এ ক্যামেরাগুলো। বাজারের নিরাপত্তা জোড়দার করার লক্ষ্যে এ উদ্যোগটি নেয় মাইজবাগ বাজার ব্যবসায়ী সমিতি।

মাইজবাগ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আঃ কাইয়্যুমের সঞ্চালনায় ও মাইজবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ হালিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি অর্নব হোম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন আকন্দ, মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সজিবসহ মাইজবাগ বাজরের ব্যবসায়ীবৃন্দ।