Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চুরি করতে এসে গৃহকর্ত্রী হত্যা, একজনের আমৃত্যু কারাদণ্ড

প্রতিবেদক
Admin
মে ২৪, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূ রেহেনা বেগমকে হত্যার দায়ে লাভলু মিয়া নামে একজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তার তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আসামি লাভলু মিয়া উপজেলার শংকরপুর উত্তরপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৬ জুলাই রাতে শংকরপুর মধ্যপাড়া গ্রামের খোরশেদ আলমের মা রেহেনা বেগমের ঘরে চুরি করতে ঢোকে লাভলু। ড্রয়ার খুলে মাত্র ১০০ টাকা পায়। এরপর রেহেনা বেগমের কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেয়ার সময় তাকে চিনে ফেলেন রেহেনা। এ সময় সঙ্গে থাকা পাথর দিয়ে মাথায় মেরে তাকে হত্যা করে লাভলু। এরপর মরদেহ বাড়ির অদূরে বাঁশঝাড়ে ফেলে চলে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে খোরশেদ আলম নিজে বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ লাভলু মিয়াকে গ্রেপ্তার করলে তিনি হত্যার দায় স্বীকার করেন। পরবর্তীতে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এদিকে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ লাভলু মিয়ার নামে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ২০১৬ সালের ১৫ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এরপর ২১ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে আদালত আজ মঙ্গলবার আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষনা করেন।

রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন।