loading...

লাকসামে নির্বাচনী সহিংসতার অভিযোগে ৩ জন গ্রেফতার 

0

সাইফুল ইসলাম, লাকসাম,(কুমিল্লা) প্রতিনিধি:

গতকাল বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম উপজেলার বাকই দ: ইউনিয়নের কৈত্রা গ্রামে গত ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচন চলাকালীন সময়ে সহিংসতার অভিযোগে ত জন কে গ্রেফতার করে লাকসাম থানা পুলিশ। আটক কৃতরা হলো অশ্বদিয়া গ্রামের মৃত: নছর উদ্দিনের ছেলে আব্দুর রব মাষ্টার (৫৪), একই গ্রামের মৃত. আব্দুল কাদেরের ছেলে অহিদুর রহমান (৫২), মনোহর আলীর ছেলে ইমান হোসেন (৪৪), তাদের কে আটকের বিষয়ে নিশ্চিত করে  জানান থানা অফিসার ইনর্চাজ (ওসি) মনোজ কুমার দে।

 

loading...