Durnitibarta.com
ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভেজাল সেমাই কারখানা অভিযান, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

প্রতিবেদক
Editor
মার্চ ১০, ২০২৫ ৪:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

আবদুল কাদির :

ময়মনসিংহে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ভেজাল সেমাই কারখানায় অভিযান চালিয়ে মালিককে জরিমানা করা হয়েছে।
রবিবার (৯ মার্চ/২৫) দুপুরে সদর উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে উৎপাদিত মানহীন ভেজাল সেমাই কারখানায় জাতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা প্রশাসন বিএসটিআই ও
সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মানহীন ভেজাল সেমাই উৎপাদন করায় কারখানার মালিক মো: আরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।এসময় কারখানার ভেজাল সেমাই এর প্যাকেটগুলো আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ময়মনসিংহ জানায়, অবৈধ নকল ভেজাল উৎপাদন নিরুৎসাহিত করা এবং এ ধরনের বেআইনি কাজে লিপ্তদের মধ্যে আতংক সৃষ্টি করে এসব কাজ থেকে বিরত রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।