গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল করা হয়েছে।
রোববার (০২ মার্চ/২৫) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে শহীদ পরিবার ও আহত পরিবারকে
নিয়ে দোয়া মাহফিল শেষে তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আতাহার আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল কুমার সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়েত ইসলামী’র আমির মাওলানা বদরুজ্জামান জামান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ফারুকুল ইসলাম, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান,গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অর্পিতা কবির এ্যানি, নূর মোহাম্মদ সিদ্দিকী প্রমুখ।#