গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান এর সভাপতিত্বে বৃহস্পতিবার(২৭ শে ফেব্রুয়ারী/২৫) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা,অফিসার ইনচার্জের পক্ষে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত)আব্দুল মালিক,সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো.আলাল,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
সরকারি ও বে-সরকারি অফিসের অফিসার প্রধান-গণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ।উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান, মাদক দ্রব্য, চুরি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ও সংকট পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়।আরও উপস্থিত ছিলেন,গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা,গৌরীপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক শেখ বিপ্লব ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর
সাধারণ সম্পাদক এইচ.টি তোফাজ্জল,গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।