Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে টুন্ডা বাবু-রিফাতসহ ৮ জন গ্রেপ্তার

প্রতিবেদক
Dhaka Office
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী ‘কব্জিকাটা গ্রুপে’র প্রধান মো. আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারকে (৩৬) গ্রেপ্তারের পর এবার ওই গ্রুপের অন্যতম সন্ত্রাসী ক্যাডার বাবু ওরফে টুন্ডা বাবু এবং রিফাত ওরফে রাফাতসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই ছিনতাই, চাঁদাবাজি, হত্যা ও মাদক মামলার আসামি।

বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

তিনি বলেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মোহাম্মদপুরের বসিলা র‍্যাব-২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।