হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে শাকুয়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খানকে জড়িয়ে অপপ্রচারের ও মিথ্যে ষড়যন্ত্রের প্রতিবাদে সড়কে নেমে প্রতিবাদ করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে উপজেলার শাকুয়াই ইউনিয়নের সোনাইবিল পাড়ে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করে বিক্ষোদ্ধ এলাকাবাসী।
বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তারা জানান, শাকুয়াই ইউনিয়নের চেয়ারম্যান কে নিয়ে সোনাইবিলে মাছ চাষকে কেন্দ্র করে চাঁদাবাজী ও দখলের অভিযোগ এনে যে দাবি করা হচ্ছে তা মিথ্যে ও উদ্দেশ্যপ্রণোদিত। সোনাই বিলে এলাকাবাসী মাছ চাষ ও চাষবাদ করে দীর্ঘদিন ধরে। হঠাৎ ত্রিশালের কামাল নামে এক ব্যক্তি কিছু লোকের কাছে মাছ চাষের জন্য লিজ নেয়। কিন্তু এতে এলাকাবাসী বিপাকে পড়ে। এলাকাবাসীর দাবি এই জমি থেকে তারা লিজ নিয়ে সংসার চালাতো। এছাড়া বিলের পানি বোরা চাষের জন্য ব্যবহার করতো। এই জমিতে এলাকাবাসী মাছ চাষ ও চাষাবাদ করে তাদের সংসার চালাতো। এখন অন্য একজন লিজ নেওয়ায় তারা বিপাকে পড়ে। পরে স্খানীয় ইউপি চেয়ারম্যানের এলাকাবাসীর দাবির পেক্ষিতে দুই পক্ষের মধ্যে সমন্বয় করে মাছ চাষ ও চাষাবাদ করতে বলায়। তার বিরোদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এনে মিথ্যে অপচার করে কিছু কুচক্রী মহল। প্রকৃতপক্ষে ইতোমধ্যে এই ইউপি চেয়ারম্যান সকলের কাছে জনপ্রিয় এবং সততার সাথে কাজ করে জনপ্রিয় হওয়ায় তার বিরোদ্ধে ষড়যন্ত করা হচ্ছে।
মানববন্ধনে স্থানীয় ইউপি মেম্বার জহিরুল ইসলাম জলিল জানান, এই বিলে সরকারি ও ব্যাক্তিমালিকানা জমি রয়েছে। এই জমিতে এলাকাবাসী লিজ নিয়ে চাষাবাদ করে সবাই মিলে চাষাবাদ ও মাছ চাষ করে সংসার চালাতো। কিন্তু এই জমিতে হঠাৎ করে বাহিরের উপজেলার একজনকে লিজ দেওয়ায় এলাকাবাসী দুর্ভোগে পড়েছেন। চেয়ারম্যান সাব শুধু দুই পক্ষকে সমন্বয় করে দিতে চেয়েছিলেন। এতে তাকে চাঁদাবাজ বানিয়ে মিত্যে অপপ্রচার চালাচ্ছে এক পক্ষ। আমারা তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিলে জমি আছে বলে দাবি করা ফুলবানু নামে এক নারী বলেন, এই বিলে আমার বাপদাদার জমি রয়েছে। আমারা চাই এই জমিতে চাষবাদ করতে । চেয়ারম্যানসাব এ নিয়ে লিজ নেওয়া কামাল এর সাহেব এর কথা বলতে গেলে তিনি সমন্বয় না করে উল্টা চেয়ারম্যানকে চাদাবাজ বলে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে কিছু মানুষ। আমারা তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের চেয়ারম্যান চাঁদাবাজ কিনা এলাকাবাসীর কাছে জিগেস করুন তাহলে ভালো।
সুলাইমা খাতুন নামে এক নারী বলেন, ভালো মানুষকে মান সম্মান রক্ষা করার জন্য আমারা আজকে মানববন্ধন থেকে অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি। আমারা চাই উপজেলা প্রশাসন, পুলিশ সঠিক তদন্ত করে দেখুক আসলে কারা জড়িত।
এ ব্যাপারে বিলডোরা ইউপি চেয়ারম্যান সাবজাল হোসেন খান জানান, এই বিলটা একটি ঐত্যবাহী বিল। এটা একসময় পরিত্যক্ত অবস্থায় থাকতো। পরে এলাকাবাসী এটা সংস্কার করে চাষাবাদ করতো। এলাকার মানুষের কিছু জমি একজন ইজারা নেওয়ায় এতে এলাবাসাীর সাথে বিরোধ সৃষ্টি হয়। পরে এ দুই পক্ষকে নিয়ে বসার কথা থাকলেও ইজারাদার কোন কিছু জানায় নি।
এ ব্যাপারে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান বলেন, বিল নিয়ে ঝামেলা হওয়ায় এলাকাবাসী আমার কাছে আসার পর আমি দুই পক্ষের সমন্বয় করার চেষ্ঠা করার জন্য আমার বিরোদ্ধে মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে । আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যে ষড়যন্ত্র করানো হচ্ছে।