Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জ কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে জুলাই বিপ্লবের চেতনা বিরোধী কার্যক্রমের অভিযোগ

প্রতিবেদক
Editor
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে‘জুলাই বিপ্লবের চেতনা বিরোধী কার্যক্রম’পরিচালনা ও কলেজের জমি নিয়ে বিশৃংখলার অভিযোগ উঠেছে। বিষয়টির প্রতিকার চেয়ে উক্ত কলেজের দাতা সদস্যের পুত্র বুলবুল সরকার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সারাদেশে যথাযোগ্য মর্যাদায় তারুণ্যের উৎসব পালন হলেও উক্ত কলেজে কোন উৎসব বা কার্যক্রম পালন করা হয়নি। গত ১৫ মার্চ ২০২৩ ইং তারিখে যোগদানকৃত অধ্যক্ষ মোস্তফা কামাল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চেতনা বিরোধী কার্যকলাপ করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয় কলেজের ল্যাব সহকারি মঞ্জুরুল হকের যোগসাজসে কলেজের জমি অন্যায়ভাবে নিজেদের নামে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছেন। এতে করে এলাকাবাসীর মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা সমন্বয়ক হাসানুর রহমান সজিব গণমাধ্যমকে বলেন,“যদি অভিযোগের মধ্যে সত্যতা থাকে এবং অধ্যক্ষের কর্মকাণ্ড ‘জুলাই বিপ্লবের চেতনার বিরোধী হয়ে থাকে, তাহলে বিষয়টি সুষ্টু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে দাবী জানান।”এ ব্যাপারে আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা। তারুণ্যের উৎসব অনুষ্ঠান করা হয়েছে। তবে ১৩ তারিখ থেকে বোর্ড পরিক্ষা থাকায় নোটিশ দিয়ে জানানো হয়েছিল ১৮ তারিখ উৎসব। আর অভিযোগের বিষয়টি তদন্ত করতে উপজেলা মাধ্যমিক ও একাডেমিক সুপারভাইজার স্যার এসেছিলেন। উনারা তদন্ত করে গিয়েছেন। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের উৎসব পালন করার জন্য মন্ত্রনালয়ের নির্দেশনা রয়েছে। যদি আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজে তারুণ্যের উৎসব পালনের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বিষয়টির ব্যাপারে সাংবাদিকদের জানান,”অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”