Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেদক
Editor
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে ৪১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী র‍্যাব-১৪ জালে আটক

আবদুল কাদির :

ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় র‍্যাব-১৪ এর বিশেষ অভিযানে ৪১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ২০ হাজার টাকা।র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে কোতোয়ালী থানার রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন রুবেল মিয়ার টং দোকানের সামনে অভিযান চালায়। এ সময় প্লাস্টিকের টুলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলম নগড় এলাকার পাপন হোসেন (৩৫) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বোলাছড়া চা বাগান এলাকার দুলন কর (২০)। অভিযানে তাদের কাছ থেকে মাদকদ্রব্য ছাড়াও ৪৫টি প্লাস্টিকের টুল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‍্যাব জানায়, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।