Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিপুল পরিমাণ ভারতীয় কম্বল ও নেশাজাতীয় ইনজেকশনসহ র‍্যাব’র জালে গ্রেফতার ০৫

প্রতিবেদক
Editor
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

আবদুল কাদির :

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৪-ময়মনসিংহ এর বিশেষ অভিযানে সোমবার (৩ ফেব্রুয়ারী/২৫)ভোরে জেলা সদরের দীঘারকান্দা এলাকা থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন রায়হান আলম (২৮) ও মোঃ রফিকুল ইসলাম (৪৫)। জব্দকৃত কম্বলের বাজার মূল্য আনুমানিক ৩১ লাখ ৫৫ হাজার টাকা।
অন্যদিকে একই দিন ভোরে জেলা সদরের রহমতপুর বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৯৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং তিনটি মোবাইল ফোনসহ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার গোলাম রব্বানী (৩০) ও মিলন হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইনজেকশনের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা।
এছাড়া গত ১৮ জানুয়ারি নেত্রকোণার কেন্দুয়ার নোয়াদিয়া এলাকায় রাস্তায় গাছ ফেলে ভয়াবহ ডাকাতির ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব-১৪ এর সিইও ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানিয়েছেন,আটককৃতরা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় কম্বল বাংলাদেশে এনে বিক্রির জন্য মজুদ করছিল। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে ভবিষ্যতেও র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।