কে. আই. আল আমিন: বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ২০২৫-২০২৭ মেয়াদে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) শহরের ব্রহ্মপুত্র নদের পাড়ে, জয়নুল উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র ভ্যালি রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনে অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করেন বাংলাদেশ প্রেস ক্লাবের মহানগর শাখার নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরবর্তীতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা সহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি- সাংবাদিক ফরিদ খান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়কর দাতা মোঃ মাহবুব রেজা করিম মুরাদ বলেন, সাংবাদিক হলো দেশের জাতীয় সম্পদ। সমাজের বিভিন্ন ঘটনা দূর্ঘটনার বস্তুনিষ্ঠ সঠিক তথ্য সংগ্রহের জন্য অনেক সময় সাংবাদিকদের বিভিন্ন রকম হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়। বহু সমস্যা উপেক্ষা করে তারা তাদের দায়িত্ব পালন করে সমাজে অনেক ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাব সারা বাংলাদেশে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ায় সংগঠন এর সার্বিক সাফল্য কামনা করেন তিনি।
বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক মীর মোঃ খালেদ হাসানের সভাপতিত্বে ও সম্মেলন উদযাপন কমিটির সদস্য-সচিব মোঃ রাসেল ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক ও জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিনের ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ আমিনূর ইসলাম রাব্বি।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও স্বেচ্ছাসেবায় বিশেষ অবদান রাখার জন্য চারজন বিশিষ্ট ব্যক্তিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। তারা হলেন: জাতীয় দৈনিক ভোরের আকাশের ময়মনসিংহ ব্যুরো প্রধান সাংবাদিক মীর মোঃ শওকত আহসান মীর বাবুল, দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সহ-সম্পাদক সাংবাদিক মোঃ আবুল বাশার লিংকন, ময়মনসিংহ জেলা সংবাদপত্র কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক আলাদিন সানি ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ রমজান মিয়া (রবিন)।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান এবং ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।
জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিনের ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ আমিনূর ইসলাম রাব্বিকে সভাপতি, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ রাসেল ফকিরকে সাধারণ সম্পাদক একুশে টেলিভিশন ভিডিও জার্নালিস্ট (ময়মনসিংহ) ফরিদুজ্জামান শান্তকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এসময় কমিটির অন্যান্য সদস্যদের নামও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডাঃ মোঃ হাসমত আলী, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান, আইনজীবী মোঃ ওয়ালিউল্লাহ আকন্দ, শাহানারা আক্তার (মালা), বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সজীব রাজ ভর বিপিন, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান, নেএকোনা হতদরিদ্র সহযোগিতা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আনেয়ার হোসাইন বাদশা।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের সকল জেলা, উপজেলা শাখার সভাপতি, সাধারণ-সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ পর্বে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ময়মনসিংহের জনপ্রিয় সংগীতশিল্পী হীরক সিঙ্গার ও জাকারিয়া আফ্রিদি সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করেন।