গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম রামকৃষ্ণপুর “বাগে জান্নাত নূরানী হাফিজিয়া মাদ্রাসায়” গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের আয়োজনে শিক্ষার্থীদের এক বেলা দুপুরের খাবার খাওয়ালেন।
সোমবার (২০জানুয়ারী/২৫)দুপুরে স্থানীয় মাদ্রাসায় রান্না শেষে শিক্ষার্থীদের সাথে এক সাথে খাবার খেলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান,সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা,গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন,সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদির,সাংবাদিক আরিফ আহম্মেদ,জহিরুল ইসলাম লিটন,আলী হায়দার রবিন,হলি সিয়াম শ্রাবণ, আনোয়ার হোসেন শাহীন, আব্দুর রউফ দুদু,বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন ইশাখা,মাদ্রাসার সভাপতি জাহেদ মিয়া, মাদ্রাসার মোহতাতিম সহ মাদ্রাসার শিক্ষার্থীরা খাবারে অংশ নেয়। নাম প্রকাশে অনিচ্চুক এক শিক্ষার্থী বলেন জীবনেও এমন “গোশত” দিয়ে বিরানি খাইছি না দোয়া করি আল্লায় যাদের ধারায় খাওয়াইছে তারা যেন অনেকদিন বাঁচে মাদ্রাসার সভাপতি জাহেদ মিয়া বলে জীবনেও কল্পনা করিনি আমাদের গ্রামে এরকম একটা আয়োজন হবে ধন্যবাদ জানাই সাংবাদিক ও প্রশাসনের সকলকে। এলাকার কথা কেউ আসলে ভাবে না নিবৃত্ত পল্লী অঞ্চলের এই মাদ্রাসাটির দিকে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন মনে করি।