Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি র‌্যাব-১৪ জালে গ্রেফতার

প্রতিবেদক
Editor
জানুয়ারি ১৮, ২০২৫ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর সদরের বাসিন্দা আসামি মো: জাহাঙ্গীরকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তিনি গাজীপুর জেলার জয়দেবপুর থানার চাঞ্চল্যকর টুটুল (২৭) হত্যা মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি।
শুক্রবার (১৭ জানুয়ারি/২৫) শেষ রাতে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকা থেকে র‌্যাব-১৪ তাকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে। র‌্যাব-১৪-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জাহাঙ্গীরকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ২০১৬ সালে ১ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর বাজারে টুটুল (৩২) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়। নিহত টুটুল জয়দেবপুর বাজারে ফুটপাতে স্টেশনারির ব্যবসা করতেন। তার বাড়ি জয়দেবপুর বাজার সংলগ্ন মুন্সিপাড়ায়। তিনি ওই এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে। র‌্যাবের হাতে আটক জাহাঙ্গীর, টুটুল হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত আসামি। জাহাঙ্গীর ঈশ্বরগঞ্জ পৌর সদরের দত্তপাড়া গ্রামের মরহুম আবদুর রহমানেরর ছেলে।