সেলিম সরকার, ঢাকা: “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ” এ শ্লোগানকে সামনে রেখে থেকে ছিন্নমূল শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ প্রেসক্লাব ও জাগো বাংলাদেশ। শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় রাজধানীর মতিঝিল পার্কে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব এবং জাগো বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান ।
বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আবু বকর সিদ্দিক বিপুলের আয়োজনে এ খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব এবং জাগো বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান জানান, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চাই এই শিশুরাও প্রতিষ্ঠিত হোক। এরাও আগামী দিনের দেশ সমাজ গড়ার দ্বায়ীত্ব নিক। আমরা আমাদের সামর্থে্যর মধ্যে সামাজিক দ্বায়বদ্ধতা থেকে মুক্তির লক্ষে আজকের এ আয়োজন শুরু করেছি। আজ থেকে প্রতি শুক্রবার এ কার্যক্রম চলমান থাকবে।
বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আবু বকর সিদ্দিক বিপুল বলেন, ছিন্নমূল শিশুদের দেখভাল করার মত কেউ নেই। তারাও আমাদের মত জীবন যাপন করার অধিকার রাখে। আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ রয়েছে তারাও যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী ছিন্নমুল শিশুদের পাশে দাড়ায় তাহলে এই শিশুরা একদিন সমাজে প্রতিষ্ঠিত হবে।
উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ঢাকা বিভাগের সভাপতি শেখ ফজলুল হক বাবু, কেন্দ্রীয় কমিটির যোগ্য মহাসচিব শহিদুল ইসলাম খোকন, শিশু কিশোর সম্পাদক খোকন হাসান চান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি নাজমুল হোসাইন সাগর, ঢাকা জেলার সভাপতি পিন্টু শেখ, বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ জেলার সহ-সভাপতি মীর বাবুল, ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব আমিনুর ইসলাম রাব্বি, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম আল আমিনসহ জাগো বাংলাদেশের নিবেদিত সমাজকর্মী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।