Durnitibarta.com
ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Dhaka Office
জানুয়ারি ১১, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:  ঢাকা-মাওয়া মহাসড়কের এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিরাজদীখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকার ফ্লাইওভারে নিচ থেকে মরদেহটি উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিরাজদীখান থানার উপ-পরিদর্শক মো. নোমান সিদ্দিকি বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২৫/৩০ বছর বয়সী ওই নারীর শরীরে পোশাক ছিল না। ধারণা করছি দুর্বৃত্তরা কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তা নেওয়া হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।