Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ার সাদাত জাহাঙ্গীরকে গ্রেফতার ও বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

প্রতিবেদক
Dhaka Office
ডিসেম্বর ৩, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

সাইদুর রহমান আবির : ত্রিশাল বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে ভুয়া অভিযোগ এবং হুমকির প্রতিবাদে প্রতারক আনোয়ার সাদাত জাহাঙ্গীর ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে আজ ৩ (ডিসেম্বর) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

ভুক্তভোগী সদস্যরা এবং বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন পালন করে বিক্ষোভ করেন। মানববন্ধন শেষে প্রতারক আনোয়ার সাদাত জাহাঙ্গীরকে দ্রুত গ্রেফতার করতে বাগানের ভুক্তভোগী বাচ্চু মিয়া, মানিক, ফয়জুর রহমান, নুরজাহান আক্তার, কাকন মিয়া, বিলকিস আক্তার, আজিজুর রহমান, শাহিনুর আক্তার, আব্দুল খালেক, শাহিনুর বেগম, তারা মিয়া, আব্দুল খালেক তারা,সুরাইয়া বেগম, মুন্না মিয়া,সুজিত মিয়া গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

ভুক্তভোগী বিলকিস আক্তার বলেন, আমি অনেক কষ্ট করে আমার মেয়ে থেকে বিয়ে দিয়েছিলাম এই জাহাঙ্গীর মেয়েটির সংসার টা ভেঙ্গে দেয়। গোপনে ভিডিও করে ফেসবুকে অপচার করে। আমার মেয়ে বাদী হয়ে আইসিটি আইনে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করেনা।

ভুক্তভোগী শাহিনুর বেগম বলেন, জাহাঙ্গীর আমার জমির জোরপূর্বক দখল করে রাখছে। আমি প্রতিবাদ করলে থানা পুলিশের ভয় দেখায়। বাগান এলাকা তারামিয়া বলেন, বাগান ইসলামিয়া হাই স্কুলের জায়গা জোরপূর্বক দখল করে রাখছে। শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা জোরপূর্বক দখল করে বিল্ডিং নির্মাণ করেছে। স্কুলের জায়গা উচ্ছেদ চাই।

ভুক্তভোগী আব্দুল খালেক জানান, বাগানে ইসলামিয়া হাই স্কুলের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। ইউএনও সাহেবের কাছে লিখিত অভিযোগ করলেও উচ্ছেদের কোন উদ্যোগ নেয়নি।

ভুক্তভোগী সুরাইয়া বেগম বলেন, জাহাঙ্গীর একটা ভাইরাস। সব সময় ত্রিশার থানায় বসে থেকে সাধারণ মানুষকে হয়রানি করে।