Durnitibarta.com
ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীয়া উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ৩০, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় শনিবার দুপুরে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন।


এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আজিজুর রহমান, আশিকুল হক আশিক, সাইফুল ইসলাম বাদল, এডভোকেট রেজাউল করিম চৌধুরী, মাসুদ আহমেদ, শাহীনূর মল্লিক জীবন, কামরুজ্জামান মীর আজাদ, জাকির হোসেন বাপ্পি, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার সহ ফুলবাড়ীয়া উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক গন এবং কমিটির অন্যান্য সদস্য মন্ডলীরা উপস্থিত ছিলেন।
এর আগে একই সভাস্থলে পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলীর সভাপতিত্বে সিনিয়র যুগ আহ্বায়ক আবুল ফজল এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুর আগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন ফুলবাড়ীয়ায় আগমনে ফুলবাড়িয়া ইউনিয়নের পক্ষ থেকে আবু বক্কর সিদ্দিক এর একটি বিশাল শুভেচ্ছা মিছিল শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারের সামনে পৌঁছে। শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারের সামনে স্লোগান দিয়ে এবং ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানায় উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।