নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদের দরজা জানালা ভেঙ্গে টিসিবির ৩১ বস্তা ডাল চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার এব্যাপারে টিসিবি ডিলার সিাহাগ মিয়া ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দায়েরকৃত অভিযোগ পত্র থেকে জানা যায়, সংশ্লিষ্ট ডিলার ২৭ নভেম্বর ময়ময়নসিংহ বিভাগীয় টিসিবি গোডাউন থেকে ৩১ বস্তা ডাল উত্তোলন করে রাত আনুমানিক বারটার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন। এসময় মাল পাহারা দেয়ার জন্যে স্থানীয় তাহের মিয়া (৪৫), সবুজ মিয়া (৪০) ও দীন ইসলাম (৩৫) উপস্থিত থেকে ১ হাজার টাকা দাবী করেন।
দাবীকৃত টাকা না দেয়ায় ওই তিনজন ডিলারের উপর ক্ষিপ্ত হয়ে বলেন মালামাল চুরি ছিনতাই হয়ে গেলে দোষারুপ করা যাবে না বলে হুমকি দিয়ে আসেন। তারপর মামলামাল ইউনিয়ন পরিষদের গোডাউনে সংরক্ষণ করে গ্রাম পুলিশ অসোম উদ্দিনকে চাবি বুঝিয়ে দিয়ে ডিলার বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকালে পরিষদের সচিব মাল চুরি হয়েছে বলে ডিলারকে ফোনে জানান। ডিলার ঘটনাস্থলে এসে দেখেন দরজা জানালা ভেঙ্গে ৩১ বস্তা ডাল চুরি করে নিয়ে গেছে।
ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে।