Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ২৫, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যহীন ও সামাজিক সম্প্রীতির আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের পরিবর্তনের এজেন্ট হিসাবে তৈরী করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ এর ‘পিস বিল্ডিং-Peace Building’ কার্যক্রমের অংশ হিসাবে “শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সম্মিলিত উদ্যোগ (এমআইপিএস) Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS)” প্রকল্পের আওতায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর সদস্যদের তিন দিনের “তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর এ প্রশিক্ষন কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ এর উত্তম কুমার সরকার, মো: মনিরুজ্জামন ও মোহাম্মদ আখতারুজ্জামান।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল তরুণদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে সহিংসতা প্রতিরোধ এবং তাদেরকে একটি উদার, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য পরিবর্তনের এজেন্ট হিসেবে প্রস্তুত করা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিত করতে এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে তরুণদের নেতৃত্বে সামাজিক উদ্যোগ গ্রহণে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করা।

পিএফজি’র পিস অ্যাম্বাসেডর মোজাম্মেল হক এর সঞ্চালনায় কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সালাউদ্দিন ভূইয়া সবুজ এর সভাপতিত্বে সমাপনী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: আবুল হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজ পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে তরুণরা যে কোন পজেটিভ উদ্যোগের মাধ্যমে সমাজকে পরিবর্তন করে দিতে পারে।

প্রশিক্ষণ সমাপনী সভায় আরো বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাইমেনুল ইসলাম, প্রশিক্ষক উত্তম কুমার সরকার, প্রমুখ। প্রশিক্ষণ সমাপনীতে অনুভূতি প্রকাশ করে ওয়াইপিএজি’র সহ-সমন্বয়কারী নাহিদা সুলতানা উর্মি বলেন, এই প্রশিক্ষণের মাধমে আমরা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছি, তা সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে যে কোন সামাজিক উদ্যোগ গ্রহণে সাহায্য করবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।