Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ২৫, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) কলেজের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামীকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) কবি নজরুল সরকারি কলেজের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।

এর আগে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করা হয়। রোববার (২৪ নভেম্বর) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২৫ ও ২৬ নভেম্বর কলেজের সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যান হামলাকারীরা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। সেখানে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এরও আগে, গত বুধবার ন্যাশনাল মেডিকেলে ভুল চিকিৎসার অভিযোগে মোল্লা কলেজের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার (২৪ নভেম্বর) সোহরাওয়ার্দী, কবি নজরুল এবং ন্যাশনাল মেডিকেল কলেজে হামলা চালায় ডিএমআরসিসহ ৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী।