Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ২৫, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ফের ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এর আগে, আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাবেক আইজিপির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩ সেপ্টেম্বর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রাজধানীর উত্তরায় গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন গার্মেন্টসকর্মী ফজলুল করিম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল (৪৪) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চৌধুরী মামুন ৬ নম্বর এজাহার নামীয় আসামি।