Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কা সিরিজ: বাংলাদেশ দল ঘোষণা

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ১৯, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: চলতি মাসের ২১ নভেম্বর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। এই সফরে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমের ২৪, ২৬, এবং ২৮ নভেম্বর। এরপর ১ থেকে ৩ ডিসেম্বর প্রথম তিনদিনের এবং ৬ থেকে ৮ ডিসেম্বর দ্বিতীয় তিনদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেই সঙ্গে রাখা হয়েছে ৪ জন অতিরিক্ত ক্রিকেটারও।

এই সিরিজে অংশ নিতে বাংলাদেশি কিশোরদের সামনে কঠিন চ্যালেঞ্জ থাকবে, কারণ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ পর্যায়ে শক্তিশালী দল। দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল
ফেরদৌস কবির, আব্দুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, অদ্রিত ঘোষ, এহসানুল হক মাহিম, রাকিবুল হাসান, রকিব খান, মাহিনুজ্জামান মাহবির, আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইসমাম চৌধুরী, ইমরান হোসাইন, আল রাফি, সৌরভ কর্মকার।

স্ট্যান্ডবাই: এহসানুল মুমিন, মুবাচ্ছির ইসলাম মুনিম, ফাইয়াজ রহমান, কাউসার আহমেদ।