Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় যুবলীগ কর্মীকে প্রথমে গুলি, পরে কুপিয়ে খুন

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ১৮, ২০২৪ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলায় এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় এলাকার পাবনা-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ জানান। রূপপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে নিহত মানিক হোসেন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ বলছে, ২০২৩ সালের ১৭ জুন ঈশ্বরদীতে পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী তাফসির আহমেদ মনা খুন হন। সেই মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ কর্মী মানিক ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জেলেই ছিলেন। সম্প্রতি জামিনে বের হয়েই খুন হলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক জেল খেটে গত তিন-চারদিন আগে জামিনে বাড়িতে এসেছিলেন। সকালে মানিক বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আসা ৮-১০ জন তাকে লক্ষ্য করে পরপর চারটি গুলি করে। এসময় মানিক মাটিতে লুটিয়ে পড়লে তাকে রামদা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। তখন স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।

ওসি শহিদুল বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে মানিককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।” নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।