Durnitibarta.com
ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

“প্রত্যাশার আলো”স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্দ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা

প্রতিবেদক
Editor
অক্টোবর ২৬, ২০২৪ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

আবদুল কাদির :

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার সন্ধায় “প্রত্যাশার আলো”সেচ্চাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে হিজফুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে হজরত মাওলানা আব্দুল হাই এর সভাপতিত্বে ও হযরত মাওলানা মুফতি আবু রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
এসময় আরও বক্তব্য রাখেন, “প্রত্যাশার আলো” সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল মালেক মাস্টার, সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মো. সালাউদ্দিন সোহেল, সংগঠনের উপদেষ্টামন্ডলী সদস্য প্রভাষক মিজানুর রহমান, সাবেক মেম্বার মো. খায়রুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম, মো. রেজাউল ইসলাম আকন্দ, মো. আব্দুল মজিদ, হজরত মাওলানা মো. আতহার আলী।
আরও উপস্থিত ছিলেন, লামাপাড়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. হারুন-অর-রশিদ, সহকারী শিক্ষক মো: হুমায়ুন কবির, মো. আবু বকর সিদ্দিক, মো. সিদ্দিকুর রহমান আকন্দ, মো. কসুমদ্দিন মাস্টার, মো: আলমাস উদ্দিন, আবুল হাসেম, মো: বাবলু মিয়া, মো. ইদ্রিস আলী, মো. উজ্জল মিয়া, আব্দুল হক সরকার, সৈয়দ আবু তাহের, বর্তমান মেম্বার শহিদুল ইসলাম খান, সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান সিদ্দিক, মো. মোক্তার উদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক মো. হুমায়ুন কবির হুমায়ুন, লামালাপাড়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা মাওলানা মো. এরশাল আলী সাহেব, মো. রাজু মরল ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
তাছাড়াও বিচারক মন্ডলী হিসেবে ছিলেন মুফতি হযরত মাওলানা আব্দুল হক, মুফতি হযরত মাওলানা যীনাত হুসাইন, হযরত মাওলানা আতহার আলী।
তাছাড়াও বাদ এশা এসলাহী আলোচনা করেন, মুফতি শরীফুল ইসলাম সাহেব, মুফতি খায়রুল ইসলাম সাহেব, মুফতি আতাউর রহমান।
নির্ধারিত ৭ টি মাদ্রাসার পূর্বনির্ধারিত ১৫ জন প্রতিযোগির মাঝে প্রথম স্থান অধিকার করেন মো: আরিফুল ইসলাম, আল মদিনা আলহজ ফজর আলী মাদ্রাসা, পূর্ব কাউরাট।
২য় স্থান অধিকার করেন, মো: সানাউল্লাহ, আল মদিনা আলহজ ফজর আলী মাদ্রাসা, পূর্ব কাউরাট। ৩য় স্থান অধিকার করেন, মুহাম্মদ মুবারক হুসাইন, চকবাড়ি বাইতুল জব্বার মাদ্রাসা, কাউরাট।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ।
অনুষ্ঠান শেষে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) , সংগঠনের প্রধান উপদেষ্টা, অনুষ্ঠানের সভাপতি ও বিচারক মন্ডলী বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।