খাইরুল ইসলাম আল আমিন: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি রাজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার র্যাব-১৪ রাজধানীর দক্ষিনখান এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জানাযায়, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার হাসপাতাল রোডের মৃত মতিউর রহমানের পুত্র রাজন তার নিজ বাসার ভারাটিয়ার ৬ বছরের শিশু কন্যাকে গত ১৩ নভেম্বর বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে ১৪ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামী রাজন পলাতক ছিল।
শনিবার ময়মনসিংহের র্যাব-১৪এর অপারেশন অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঢাকার মোহাম্মদ পুরের দক্ষিনখান এলাকা থেকে গ্রেফতার করে ঈশ্বরগঞ্জ থানায় সোপর্দ করে। পরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ রোববার আসামী রাজনকে ময়মনসিংহের আদালতে প্রেরণ করেছে।