Durnitibarta.com
ঢাকাবুধবার , ২০ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রাইভেসি নিয়ে চিন্তিত তাপস, ভিডিও ডিলিট করবেন অপু বিশ্বাস

প্রতিবেদক
Mym Office
ডিসেম্বর ২০, ২০২৩ ৩:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক:  প্রেমের গুঞ্জনের পর কল রেকর্ড। প্রায় মাস দেড়েক ধরে ঢালিউডে আলোচনা-সমালোচনা চলছে। যার মূলে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নি।

এত দিন বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকলেও আজ মঙ্গলবার সেটি গড়িয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি পর্যন্ত।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে অপু ও তাপসকে নিয়ে বৈঠকে বসেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তাপস-আপু। খোলাসা করেন বিষয়টি।

তাপস বলেন, ‘আমি নিজে একজন শিল্পী, তাই অন্য কোনো শিল্পীর গায়ে কালি মাখাতে চাই না।’ অপু বিশ্বাস প্রসঙ্গে তাপস বলেন, ‘অপুর অনেক ফ্যান ফলোয়ার আছে। তাই কারও বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যেতে চাই না। অপু বিশ্বাসও মানুষ। সেও ভুল করতে পারে।’

তাপস আরও বলেন, ‘অপুর সাথে হয়ত আমাদের বনিবনা হয়নি। তাই ডিবি অফিসে আমরা লাঞ্চ করেছি। কারণ হারুণ ভাই আমাদের অভিভাবক। নিজেদের মধ্যে ঝামেলা মেটাতে আমাদের ইনভাইট করা হয় ডিবি থেকে। তাই আমি, মুন্নী ও অপু এখানে একসাথে হলাম।’

ডিবিতে অভিযোগ করা প্রসঙ্গে তাপস জানান, ‘আমি অপু বিশ্বাসের নামে কোনো অভিযোগ করিনি। তবে আমি আর মুন্নী আমাদের প্রাইভেসি ও কল রেকর্ড নিয়ে বেশ চিন্তিত ছিলাম। চেয়েছি সেটার একটা সমাধান হোক। সে সমাধানের জন্যই হারুণ ভাই, আমি, মুন্নী ও অপু একসাথে অনেকক্ষণ আলোচনা করলাম, একসঙ্গে কফি খেলাম। লাঞ্চও করেছি।’

অন্যদিকে অপু বিশ্বাস বলেন, ‘প্রথমবার তাপস ভাইয়ের সাথে দেখা। তাকে আগে থেকে চিনি না। তবে এভাবে দেখা হবে আশা করিনি। তবুও খুশি লাগছে আমার ভাই ও বোন অনেক হ্যাপি আছে এই ভেবে। চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো মানুষের সামনে না আনাই ভালো। দায়িত্বের জায়গা থেকে সবারই গোপন রাখা ভালো।’

নায়িকা এও জানান, ‘আমার পেজে একটি ভিডিও দিয়েছিলাম ভাই-ভাবীর (কৌশিক-মুন্নী) শ্রদ্ধার জন্য ভিডিওটি ডিলেট করে ফেলব।’

প্রসঙ্গত, মাস দেড়েক আগে মধ্যরাতে হঠাৎই তাপসের স্ত্রী মুন্নীর ফেসবুক থেকে একটি পোস্ট দেওয়া হয়। তাতে উল্লেখ করা হয়, চিত্রনায়িকা বুবলীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তাপস। মুন্নী লেখেন, বুবলী যেমন অপু বিশ্বাসের সংসার ধ্বংস করেছে, তেমনি ভাবে আমার সংসার ধ্বংস করারও পায়তারা করছে।’

কিছুক্ষণ পর অবশ্য পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে পোস্টটি ভাইরাল। এরপর অপুর সঙ্গে মুন্নীর একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়। সম্প্রতি মুন্নী দাবি করেন, অপু বিশ্বাসই তার অংশটুকু কেটে কল রেকর্ডটি ফাঁস করেন।

অবশেষে সেসব ঘটনা নিয়ে তৈরি হওয়া জটিলতা মেটাতে ডিবি কার্যালয় থেকে ঘুরে গেলেন গানবাংলা টিভির কর্ণধার তাপস, তার স্ত্রী ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু এসবের সঙ্গে জড়িত আরেক নায়িকা বুবলীর কী খবর?