ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে শিশুটির পিতা বাদী হয়ে পৌর এলাকার দত্তপাড়া (হাসপাতাল রোড) এলাকার মৃত মতিউর রহমানের ছেলে রাজন মিয়া (৪০)কে আসামী করে মামলাটি দায়ের করা হয়। অভিযোক্ত আসামী পলাতক রয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, ভিকটিমের পিতা দীর্ঘদিন যাবৎ স্ত্রী সন্তানসহ ঈশ্বরগঞ্জ পৌর এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। আসামী রাজন মিয়ার সাথে পুর্ব পরিচিত থাকায় গত সোমবার (১৩ নভেম্বর) সকালে পড়ানোর কথা বলে শিশুটিকে তার বাসায় নিয়ে যায় রাজন। পরে শিশুটি নিজ বাসায় ফিরে আসলে পরনের পায়জামা ভিজা থাকায় শিশুটির মায়ের সন্দেহ হয়। পরে শিশুটিকে ভালভাবে দেখার পরে ধর্ষণের আলামত পাওয়া যায়। এসময় শিশুটিকে জিজ্ঞাসা করলে শিশুটি জানায় যে তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে তার সাথে এমন করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা নথিভূক্ত হয়েছে। আসামী পলাতক রয়েছে। গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে।