Durnitibarta.com
ঢাকাসোমবার , ৩০ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে সোহেল হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৩০, ২০২৩ ৬:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহেল রানা (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার রহস্য উন্মোচন ও মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ। গ্রেফতারকৃত প্রধান আসামি কাজী রায়হান (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  কাজী রায়হান উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের কাজী খোকনের ছেলে।

রোববার ময়মনসিংহ ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আসামি কাজী রায়হানের জবানবন্দি রেকর্ড করেন ময়মনসিংহ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান। পরে আদালতের নির্দেশে তাকে জেলখানায় পাঠানো হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি কাজী রায়হান কয়েক মাস পূর্বে সোহেলের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নেন। ফেরত দেওয়ার নির্ধারিত তারিখের পর ধারের টাকা চাইতে গেলে বিভিন্ন টালবাহানা করতে থাকেন।  বিয়ে করে যৌতুক নিয়ে ধারের টাকা শোধ করবেন বলে আশ্বাস দেন সোহেলকে।  বিগত এক মাস আগে বিয়ে করেন রায়হান। কিন্তু সোহেলের টাকা ফেরত দেননি তিনি। একপর্যায়ে টাকার জন্য চাপ দিলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন রায়হান। গত শুক্রবার রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে সোহেলকে উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া এলাকায় কাঁচামাটিয়া নদীর পাড়ে নিয়ে যান তিনি। সেখানে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে সোহেলকে হত্যা করেন তিনি।

উল্লেখ্য, শনিবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া এলাকার কাঁচামাটিয়া নদীর পাড় থেকে ক্ষতবিক্ষত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পাশে পড়ে ছিল মোবাইল ফোন, মানিব্যাগ ও রক্তাক্ত দা। নিহতের মানিব্যাগে থাকা বিদ্যুৎবিলের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় তার চাচা আবু সিদ্দিক বাদী হয়ে শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। শনিবার রাতেই ডিবি পুলিশ তাঁকে গ্রেফতার করে।