Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে আবাসিক হোটেল থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Khairul Islam Alamin
মার্চ ১৮, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ষ্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরীর ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউজ নামে আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৫ মার্চ এক যুবক ওই তরুণীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে ওই গেস্ট হাউজে ওঠেন। শনিবার সকালের দিকে তিনি রুমের বাইরে থেকে তালা দিয়ে চলে যান। রুমে তালা দেওয়া দেখে গেস্ট হাউজ কর্তৃপক্ষ দুপুর পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে খবর দিলে পুলিশ গিয়ে তালা ভেঙে বাথরুমের ভেতর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গেস্ট হাউজে দেওয়া নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।