খাইরুল ইসলাম আল আমিন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরী শিক্ষা সমিতি আয়োজিত ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা উদ্বোধন করে সহকারী কমিশনার ভুমি মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৗর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল হাদি, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু হানিফা, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য আবুল কায়সার তালুকদার, একাডেমি সুপার ভাইজার আবু হানিফা প্রমুখ।
খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।