Durnitibarta.com
ঢাকাবুধবার , ১২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন মেয়র টিটু

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১২, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ:

ময়মনসিংহ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বুধবার (১২ অক্টোবর ) বেলা সাড়ে ১১ টায় সার্কিট হাউজ মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম-সেবা), মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল হক সহ জেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।