Durnitibarta.com
ঢাকারবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহে আ.লীগে ইউসুফ খান পাঠান মনোনীত

প্রতিবেদক
Mym Office
সেপ্টেম্বর ১১, ২০২২ ৩:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিনঃ

৬১ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় জেলা পরিষদের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করে নামের তালিকা করা হয়। বিকালে চারটা থেকে শুরু হয়ে মনোনয়ন বোর্ডের সভা চলে রাত পর্যন্ত।

এ সময় ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউসুফ খান পাঠানকে মনোনীত করা হয়। তিনি গত জেলা পরিষদ নির্বাচনের বিজয়ী চেয়ারম্যান ছিলেন।

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, শেখ সেলিম, কাজী জাফরুল্লাহ, কর্নেল ফারুক খান, ড. আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবুল হাসনাত আবদুল্লাহ, মাহবুব উল আলম হানিফ।