ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হাত পা বেঁধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বাবা, ভাই ও চাচার বিরুদ্ধে। নিহত ব্যাক্তি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের শাহানউদ্দিনের পুত্র ফারুক মিয়া (৩৫)। এ নির্মম হত্যাকান্ডটি ঘটেছে বুধবার বিকেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, ফারুক পেশায় একজন অটো-রিক্সা চালক, ৮ মাসের অন্তসত্বা স্ত্রী হোসনা বেগমকে নিয়ে শশুরবাড়ী গৌরীপুরের কলতাপাড়ায় বসবাস করতেন। কিছুদিন পূর্বে বাবার কাছে ঘর বাধার জন্য জমি চাওয়ায় পিতা পুত্রের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে ঘটনার দিন পিতা পুত্রের মাঝে বাকবিতন্ড শুরু হয়। এক পর্যায় ফারুকের বাবা, ভাই ও তার চাচারা তাকে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করে ।
এ ব্যাপারে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা ও সাবেক চেয়ারম্যান এম এ হালিম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মুস্তাছিনুর রহমান জানান, নিহতের লাশ সুরতহাল শেষে থানায় আনা হচ্ছে। বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।