Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৬ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ফুটসাল-ভলিবল ফাইনাল

প্রতিবেদক
Admin
মে ১৬, ২০২২ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ফুটসাল এবং ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মে) নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠে সকালে ভলিবল ও সন্ধ্যায় পর ফুটসাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

জিলা স্কুলের ১৯৭১ সাল থেকে বিভিন্ন ব্যাচের ৪৫ টিম নিয়ে এই ফুটসাল ও ভলিবল প্রতিযোগীতা আয়োজন করে এমজেডএস এক্স-স্টুডেন্টস স্পোর্টস ক্লাব।

সিনিয়র ভলিবল খেলায় ফাইনালে ৭৮ ও ৮৮ ব্যাচ অংশগ্রহণ করে ৮৮ ব্যাচ চ্যাম্পিয়ন হয়। জুনিয়র ভলিবল খেলায় ফাইনালে ২০০৬ ও ২০১০ অংশগ্রহণ করে ২০১০ চ্যাম্পিয়ন হয়।

সিনিয়র ফুটসাল খেলায় ফাইনালে ৯২ ও ৮৭ ব্যাচ অংশগ্রহণ করে ৯২ ও ৮৭ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।জুনিয়র ফুটসাল খেলায় ফাইনালে ২০০৮ ও ২০১৮ অংশগ্রহণ করে ২০১৮ ব্যাচ চ্যাম্পিয়ন হয়।

উৎসব মুখর পরিবেশে হাজারো দর্শকের মাঝে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান।

এসময় উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির সভাপতি ফুটবল টিমের সাবেক কোচ ও সাবেক শিক্ষার্থী মারফুল হক ফেরদৌস, যুগ্ম সাধারন সম্পাদক ও নাগরিক টিভির এডিশনাল নিউজ এডিটর সাখাওয়াত হেসেন। মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্তসহ প্রমুখ।

এর আগে শুক্রবার (১৩ মে) নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠে ফুটসাল ও ভলিবল খেলার উদ্ধোধন করা হয়। এই টুর্নামেন্টে জিলা স্কুলের ১৯৭১ সাল থেকে বিভিন্ন ব্যাচের ৪৫ টিম ফুটসাল ও ভলিবল খেলায় অংশগ্রহণ করেন।

দেশে এই প্রথম স্কুল পর্যায়ের সবচেয়ে বড় টুর্নামেন্ট এবং এই অসামান্য কীর্তিময় গৌরব অর্জন করেছে ময়মনসিংহ জিলা স্কুল।