ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ খেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ ও ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ রাসেল মিনি স্ট্রেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাফিজা জেসমিন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন তারুন্দিয়া ইউপি বনাম সরিষা ইউপি।
৭দিন ব্যাপি ওই টুর্নামেন্টে ১১ইউপি ও পৌরসভা অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহাবুবুল আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, প্রাণি সম্পদ কমর্কতা আবু সাদাত মো: সায়েম, উপজেলা ইঞ্জিনিয়র তৌহিদ আহাম্মেদ, ওসি মোস্তাছিনুর রহমান, আ আলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি, সরিষা ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভুঞা, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা, প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।