বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে অনলাইন নিউজ পোর্টাল দুর্নীতি বার্তার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ময়মনসিংহ প্রেসক্লাবে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দুর্নীতি বার্তা ডটকমের প্রকাশক ও বাংলাদেশ অনলাইন সম্পাদক কল্যাণ পরিষদ (বনেক) এর সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম আল আমিন, বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, গাজি টিভির ময়মনসিংহ প্রতিনিধি কাজী মোহাম্মদ মুস্তফা মুন্না, ময়মনসিংহ লাইভের সম্পাদক আব্দুল কাইয়্যুম, অপরাধ বার্তার প্রকাশক ও বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমি, দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সহ-সম্পাদক আবুল বাশার লিংকন, মোহনা টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি মফিজ উদ্দিন, দৈনিক যুগান্তর মুক্তাগাছা ও ডেইলি বাংলা ইনসাইড এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক কাল বেলার ময়মনসিংহ প্রতিনিধি দেলুয়ার হোসাইন, দৈনিক ভোরের অপেক্ষার ময়মনসিংহ প্রতিনিধি খোকন সাহা প্রমূখ।
এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দুর্নীতি বার্তা নিউজ পোর্টালের ভূমিকা তুলে ধরার পাশাপাশি দুর্নীতি বার্তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন সাংবাদিকরা।