বার্তা ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, স্বার্থান্বেষীমহল ছাত্রদের মধ্যে বিভেদের চেষ্টা করছে। ফলে জেলাগুলোতে মতবিনিময় সভায় গ্রুপিং সৃষ্টি হচ্ছে।
সোমবার বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, বন্যার ত্রাণের টাকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
সেই টাকা ৩ জনের ব্যাংক একাউন্টে রাখা হয়েছে। বন্যার্তদের পুনর্বাসনে এসব টাকা ব্যয় করা হবে।
মৈত্রী সফরে আসা সমন্বয়কদের প্রতিনিধি দলের সাথে বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান অডিটোরিয়ামে নিহত ও আহত পরিবারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিকাল ৫টায় ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সকালে প্রতিনিধি দল আন্দোলনে নিহত আলী রায়হান ও সাকিব আঞ্জুমের কবর জিয়ারত করেন।