Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানী জুড়ে জলাবদ্ধতা

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্কঃ ভোর থেকে কয়েক ঘণ্টার বৃষ্টিতে তীব্র গরমে কিছুটা প্রশান্তি আসলেও দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। বৃষ্টিতে রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তেজগাঁ এলাকায় ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছ।

মঙ্গলবার ৩ আগস্ট ভোর ৫টা থেকে বৃষ্টি শুরু হয়। এতে রাজধানীর আজিমপুর, পলাশি, নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, শুক্রাবাদ, খিলক্ষেত, বারিধারা, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, গুলশান, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় জলাবন্ধতা সৃষ্টি হয়েছে।

এতে দুর্ভোগে পড়েছেন রাজধানীর মানুষ। সকালে রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। স্কুল, কলেজ , অফিসে যেতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। অন্যদিকে, রাজধানীর তেজগাঁও এলাকায় ইম্পালস হাসপাতাল সংলগ্ন রাস্তায় বৃষ্টি ও ঝড় বাতাসে ধসে পড়েছে শতবর্ষী বিরাট একটি গাছ। এতে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

অফিসে চাকরিজীবী একজন চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রায় আধাঘণ্টা থেকে রাস্তায় দাড়িয়ে আছি, কোনো রিক্সা নাই। উপর থেকে হেঁটে যাওয়ার মতোও পরিস্থিতি নাই। কারওানবাজার এলাকায় পানি জমেছে।

সোমবার ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা এবং তার সাথে এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড়ের আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।