বিশেষ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবর পেয়ে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও রামগঞ্জ থানাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামের আলী আকবরের ছেলে মেহেদী হাসান দীর্ঘদিন যাবত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে পালন করে আসছিলেন। পরে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে সারা দেশের ন্যায় শুরু হয় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগ। এতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানকে হত্যার চেষ্টায় গভীর রাতে বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা মেহেদীকে না পেয়ে তার ছোট ভাই শহিদুল ইসলাম (২২)কে তুলে নিয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়। দুর্বৃত্তরা এতেও ক্ষ্যান্ত হয়নি। অবশেষে মেহেদীর ছোট শহিদুল ইসলামকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালায় এবং মেহেদীর ছোট ভাইকে হত্যা করে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়।
এবিষয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সাথে কথা হলে তিনি জানান, আমার রাজনীতির ছোট্ট জীবনে কারো কোন ক্ষতি করিনি। চলা ফেরায় মানুষের ভুল থাকতে পারে। দুর্বৃত্তরা আমাকে খোঁজে না পেয়ে আমার ছোট ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। আমার বাড়ি ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।