বার্তা ডেস্কঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের পর দফায় দফায় দেশের বিভিন্ন থানায় হামলা করা হয়। বন্ধ হয়ে যায় থানার কার্যক্রম। অবশেষে পাঁচ দিন পর দেশের ৫৩৮ থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বাকি থানাগুলোর কাজও শিগগির শুরু করার প্রক্রিয়া চলছে।
শনিবার (১০ আগস্ট) বিকেলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ সদর দপ্তরের ক্ষুদে বার্তায় বলা হয়, শনিবার বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টির কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার রাতে জানানো হয়েছিল, দেশের ক্ষতিগ্রস্ত ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টি মিলে ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ঢাকা ৫৩টি থানার মধ্যে তারা ২৯টি থানার কার্যক্রম চালু হয়েছে। এসব থানায় কার্যক্রম চালাতে সেনাবাহিনী সহায়তা করছে। ঢাকায় ৪৪টি থানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
পদচ্যুত ও গ্রেপ্তার করা হয়। সাবেক রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ঘনিষ্ঠ ছিলেন তিমুর ইভানভ।