Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের পার্টি অফিসে আগুন

প্রতিবেদক
Khairul Islam Alamin
আগস্ট ৬, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে সোমবার দেশত্যাগ করেছেন শেখ হাসিনা। এর পরপরই দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের কার্যালয় ও বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। যার শিকার হয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানও।

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন না দেওয়ায় এমনিতেই সাকিবের ওপর ক্ষুব্ধ ছিল সবাই। গত কিছুদিন ধরেই দেশে তুমুল সমালোচনার শিকার হয়েছেন তিনি। সেই ক্ষোভ আক্রোশে পরিণত হয় শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর। পরে মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এদিকে দেশের আরেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে মাশরাফির বাড়ি। এই মুহূর্তে কোথায় আছেন মাশরাফি তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেননা, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আবার যাদের পালানোর সুযোগ নেই তারা দেশেই বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছেন।

সাকিবকে অবশ্য সেটি নিয়ে ভাবতে হচ্ছে না। কেননা, লম্বা সময় ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তার পরিবার। আর তিনি বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন। যেখানে নিজের খেলা সবশেষ ম্যাচে ম্যাচসেরাও হয়েছেন সাকিব।