বার্তা ডেস্ক: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে। ভেতরে থাকা আসামিরা এ উত্তেজনা সৃষ্টি করেছে বলে জানা গেছে। এসময় ভেতরে গুলির শব্দ শুনে কারা ফটকের বাহিরে সাধারণ মানুষ ও মুক্তি পাওয়া আসামিদের স্বজনরা ভিড় করেছে। এতে উত্তপ্ত হয়ে উঠে কারা ফটক।
মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
জানা গেছে, ওইদিন সকাল থেকে কাশিমপুর কারাফটকে জামিনে মুক্তি আসামিদের স্বজনরা অপেক্ষা করছিলেন, দুপুরের দিকে কারাগারের ভেতর উত্তেজনা দেখা দেয়। এসময় গুলির শব্দ শুনতে পায় বাহিরে থাকা লোকজন। পরে বাহিরে থাকা স্বজনরাও উত্তেজিত হয়ে উঠে। খবর পেয়ে সেনাবাহিনীর টহলরত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সেনাবাহিনীর গাজীপুর জোনের আর্টিলারি বিগ্রেড মেজর হায়দার বলেন, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।