Durnitibarta.com
ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আজই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ৩১, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর আলোকে নির্বাহী আদেশে আজ বুধবারই (৩১ জুলাই) জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি করছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার (৩১ জুলাই) সকালে এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, একটু অপেক্ষা করেন। এটা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়, আমার এখান (আইন মন্ত্রণালয়) থেকে হয় না।

এর আগে, গত সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সর্বসম্মতিক্রমে একমত হয় ১৪ দলের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, উচ্চ আদালতের রায়ে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।