Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৬ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নাহিদসহ তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ২৬, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবিপ্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ।

শুক্রবার রাতে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি হেফাজতে থাকা তিন সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় সমন্বয়ক সারজিস আলম নিজের ফেসবুক টাইমলাইনে তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ করেন। পরে তিনি গণমাধ্যমকেও বিষয়টি নিশ্চিত করেন।

সারজিস আলম জানান, চিকিৎসাধীন থাকা কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার বিকালে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে তুলে নেওয়া হয়েছে।