Durnitibarta.com
ঢাকাবুধবার , ২৪ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী জেল থেকে পলাতক খুনের আসামি ঈশ্বরগঞ্জে গ্রেপ্তার

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ২৪, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন: নরসিংদীর জেলা কারাগার থেকে পলাতক আসামি মো. আব্দুল আলী (৩২) ময়মনসিংহে গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ফাঁড়ি পুলিশের অভিযানে এই আসামি গ্রেপ্তার হন।

গ্রেপ্তার আব্দুল আলী ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনায়নের বৈরাটী গ্রামের বাসিন্দা। তিনি নরসিংদীর মাধবধী থানার মতি হত‍্যা মামলার আসামি।

আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কয়েক বছর আগে নরসিংদীর মাধবধী উপজেলায় কাজের উদ্দেশে গিয়ে প্রতিবেশী চাচাতো বোন জামাই বৈরাটী গ্রামের আরব আলীর ছেলে মতি মিয়াকে খুন করেন আব্দুল আলী। এ ঘটনায় মাধবধী থানায় হত‍্যা মামলা দায়ের হলে তিনি গ্রেপ্তার হন।

ওই মামলায় গত ১৪ মাস ধরে আসামি আব্দুল আলী নরসিংদী কারাগারে বন্দি ছিলেন।