গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৬জুলাই/২৪) বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে, হামলা-মামলার স্বীকার হচ্ছে, অনেক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ অবিলম্বে ১৪দফা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
অনুষ্ঠানের শুরুতেই ৭১’র রণাঙ্গণে শহিদ সাংবাদিক, নিহত সাংবাদিক সাগর-রুনিসহ হত্যাকাণ্ডের শিকার সকল সাংবাদিক, প্রয়াত সাংবাদিক এবিএম মূসা, গোলাম সারোয়ার, শাহ আলমগীর, কাজী এম এ মোনায়েম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ছড়াকার আজম জহিরুল ইসলাম, সুরেশ কৈরী, আব্দুল আজিজসহ সকল সাংবাদিকদের স্মরণে একমিনিট নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ম. নূরুল ইসলাম (সংবাদ)। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার (আমাদের সময়)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন (যুগান্তর), সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, রির্পোটার্স ক্লাবের সভাপতি আবু রায়হান সরকার (নিউ নেশন)।বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ),যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ (দ্য মর্নিং গ্লোরী), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), প্রচার ও দপ্তর সম্পাদক সুমন এস (শুভদিন), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল (গণমুক্তি), কার্য্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), তাসাদদুল করিম (বাংলার নেত্র), শামীম আনোয়ার (ফুলতারা), দেলোয়ার হোসেন (আলোর দিগন্ত) প্রমুখ।