Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সোমনাথ সাহাকে সংবর্ধনা দিলেন বীর মুক্তিযোদ্ধারা

প্রতিবেদক
Editor
জুলাই ১৩, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় লাল গোলাপ হাতে তুলে দিয়ে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানান সোমনাথ সাহা।
সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সোমনাথ সাহা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। বাঙ্গালী জাতির ইতিহাসে তাঁরা চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সর্বক্ষেত্রে তাঁদের সম্মান নিশ্চিত করা হয়েছে।’
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভা বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ মোখলেছুর রহমান, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ রহিমুদ্দিন, ফজলুল হক খান পাঠান, মোঃ আব্দুল মান্নান, মোঃ আব্দুল খালেক, মোঃ মজিবুর রহমান, পৌর কাউন্সিলর মোঃ মাসুদ মিয়া রতন, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল হীরা, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র প্রমুখ।